মধুপুর উপজেলাধীন আশ্রা বাজার ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে বিএনপির সমাবেশ।

মোঃ হাফিজুর রহমান প্রকাশিত: ৫ জানুয়ারী , ২০২৫ ১৭:০৬ আপডেট: ৫ জানুয়ারী , ২০২৫ ১৭:০৬ পিএম
মধুপুর উপজেলাধীন আশ্রা বাজার ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে বিএনপির সমাবেশ।
টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন আশ্রা বাজার ফুটবল খেলারমাঠ প্রাঙ্গনে বিএনপির সমাবেশ হাজারো মানুষের ঢল।

 টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন আশ্রা বাজার ফুটবল খেলারমাঠ প্রাঙ্গনে বিএনপির সমাবেশ হাজারো মানুষের ঢল। আজ (৪ জানুয়ারি ২০২৫)ইং রোজ  শনিবার আশ্রা বাজার ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে মধুপুর উপজেলাধীন আশ্রা মহিষমারাবি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশ সভাপতি আসন গ্রহণ করেন, জনাব মোঃ আব্দুল হাকিম খান, সভাপতি মহিষমারা ইউনিয়ন বিএনপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব  ফকির মাহবুব আনাম স্বপন"(বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট  শামসুজ্জামান সুরুজ",সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,  হাসানুজ্জামান শাহীন সভাপতি জেলা বিএনপি  টাঙ্গাইল, এডভোকেট  ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক জেলা বিএনপি টাঙ্গাইল জাকির হোসেন সরকার সভাপতি মধুপুর উপজেলা বিএনপি /জনাব মোঃ নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক মধুপুর উপজেলা বিএনপি/ এম রতন হায়দার সিনিয়র সহ-সভাপতি মধুপুর উপজেলা বিএনপি"/ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, খুরমুন খান ইউসুফজী প্রিন্স  সভাপতি পৌর বিএনপি-মধুপুর/ আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন' সাধারণ সম্পাদক পৌর বিএনপি মধুপুর, আনোয়ারা খন্দকার  (লিলি সরকার) সহ-সভাপতি পৌর বিএনপি মধুপুর" মোঃ হযরত আলী আহ্বায়ক মধুপুর উপজেলা যুবদল, মোহাম্মদ শাহাদাত হোসেন সদস্য সচিব মধুপুর উপজেলা যুবদল, মোহাম্মদ আবু সাঈদ সদস্য সচিব কৃষকদল মধুপুর উপজেলা শাখা,, জনাব মোঃ কাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক ১নং কুড়ালিয়া  ইউনিয়ন বিএনপি, মোঃশফিকুল ইসলাম মিন্টু ,১নং কুড়ালিয়া ইউনিয়ন বিএনপি কামাল হোসেন সরকার,রাসেল রানা ১নং কুড়ালিয়া ইউনিয়ন যুবদল। আরো উপস্থিত ছিলেন মধুপুর  উপজেলা ও পৌর, ইউনিয়ন সিনিয়র নেতৃবৃন্দ, /প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন"আশ্রা, মহিষমারা  এটা আমার গ্রাম, আমি আপনাদের প্রতিবেশি আপনারা আমার প্রতিবেশী। আমি আপনাদের কাছে ভোট চাইবো না, আপনারা আমার হয়ে মানুষের কাছে ভোট চাইবেন।।আমি মধুপুরবাসীর সেবা করতে চাই, আপনারা আমাকে সেই সুযোগ করে দিবেন। সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা একতাবদ্ধ ভাবে থাকবেন। সমাজের শান্তি নষ্ট হয় এমন কাজ করবে না।অত্র সমাবেশ আয়োজন কারি ও সকল গণমাধ্যম কর্মীও সাংবাদিক, উপস্থিতি সকল জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে উনার বক্তব্য শেষ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo