ভোলার বোরহানউদ্দিনের বাটামারা ইউনিয়নে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়। এতে দুইজন পুলিশ আহত হয়।
ভোলার বোরহানউদ্দিনের বাটামারা ইউনিয়নে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়। এতে দুইজন পুলিশ আহত হয়। গুরুতর আহত পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) আলমাস ও নুরুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে (৪০) ধরতে উপজেলার বাটামারা ইউনিয়নের তার বাড়িতে অভিযান চালান এএসআই আলমাস ও নুরুল ইসলাম। এ সময় আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাতারি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।