ভোলায় এক নারীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার-৫

শরীফ হোসাইন প্রকাশিত: ৯ সেপ্টেম্বর , ২০২৫ ১১:১৪ আপডেট: ৯ সেপ্টেম্বর , ২০২৫ ১১:১৪ এএম
ভোলায় এক নারীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার-৫

ভোলার বোরহানউদ্দিনে এক নারীকে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে শালিসির নামে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে চুল কেটে দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামীদেরকে কোর্টে পাঠানো হয়েছে এমনটাই প্রেস ব্রিফিং-এ জানিয়েছে ভোলার পুলিশ প্রশাসন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে ব্রিফিং-এ এ তথ্য জানান অতিরিকত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহান সরকার।
তিনি জানান, ভোলার বোরহানউদ্দিন থানায় নারীকে হেনস্তার ঘটনায় ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার লক্ষে কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, গত ০৭-০৯-২০২৫ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫নং ওয়ার্ডে পরকীয়া প্রেমের অভিযোগে প্রকাশ্যে একজন নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পড়িয়ে জনসম্মুখে হেনস্তা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানার গত ৭/৯/২০২৫ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০) এর ১০ তৎসহ ৩২৩/৩২৬/৩৪২/৩৫৪/৩৫৫/ ৩৭৯/৩৮৫/৪২৭/৫০৪/৫০৬/১০৯ পেনাল কোড ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১১। ঘটনার পরপরই ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিন থানার একাধিক আভিযানিক টিম অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১নং আসামী মোঃ কবির হোসেন (৪৮), আসামী মোঃ রশিদ মিঠাই রশিদ (৫৮), মোঃ মেহেদী হাসান (২১), মোঃ ইসমাইল (২৫) ও মোঃ সিরাজ ওরফে মিরাজ (২৮) এজাহার নামীয় ২৫ জন আসামীর মধ্যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ডিআই ওয়ান ডিএসবি মীর খাইরুল কবির, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন।
উল্লেখ, গত রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হারুনের হাট সংলগ্ন নতুন বাজার এলাকায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে অমানবিকভাবে নির্যাতন করা হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় বড়মানিকা ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি মো: হুমায়ুন কবির নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন। এ সময় আরও ২০-২৫ জন উপস্থিত থেকে ভিডিও ধারণ এবং মাথার চুল কাটতে অংশ নেন।

এই বিভাগের আরোও খবর

Logo