নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, লঞ্চঘাট গুলোতে যে অরাজগতা হয় তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।বিশেষ করে ঘাট ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৫ টাকার টিকেট ১০টাকা নেওয়ার এখন আর সুযোগ নেই আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং সকলকে সোচ্চার হতে হবে। কেননা এখন আর আগের সেই স্বৈরাচারী সরকারের সময় নেই। স্বৈরাচারী সরকারের সময় যা খুশি তা করেছে সেটা যেনো আর না হয়। ভবিষ্যতে যারা সরকারের আসবেন আশাকরি তারা শিক্ষানিবেন অতিত থেকে যে কি করলে কি হয়। আমরা যত দিন আছি ততোদিন আর অরাজগতা সৃষ্টি হবে না। ভোলার দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আধুনিক লঞ্চ ঘাট ও জেটি প্রকল্পের স্থান পরিদর্শনে ২ সফরে ভোলায় আসেন তিনি।