সোমবার (৯ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালায় বাগেরহাট, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মোল্লাহাট এর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচি মধ্যে ছিল জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্যদেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ইসহাক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, উপজেলা বিএনপি'র সদস্যচিব মো: জাহিদুল ইসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতের আমির মো. হাসমত আলী শিকদার, সেক্রেটারি মোঃ হেদায়েতুল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি পারভেজ আলম মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক এম এম জাকীর হুসাইন, মোঃ কবির আহমেদ, মোঃ শরিফুল ইসলাম দিদার, মোঃ মনিরুজ্জামান জমাদার, এম এম সাজ্জাদুল ইসলাম লিপ্টন, মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, মো: রিফাত মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।