ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ সমাপ্ত, জমে উঠেছে ভোটের মাঠ

মোঃ সাহেদ হোসেন প্রকাশিত: ২ মে , ২০২৪ ১১:১৩ আপডেট: ২ মে , ২০২৪ ১১:১৩ এএম
ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ সমাপ্ত, জমে উঠেছে ভোটের মাঠ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট (ভেড়ামারা উপজেলা) আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের মাঠ।দোকানপাট,হোটেল রেস্তোরা আর পাড়া মহল্লার মোড়ে চলছে ভোটের গছেপিং।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট (ভেড়ামারা উপজেলা) আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের মাঠ।দোকানপাট,হোটেল রেস্তোরা আর পাড়া মহল্লার মোড়ে চলছে ভোটের গছেপিং।

ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী, ৮ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। গত ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে জমাদানকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা কতৃক বৈধ বলে বিবেচিত হয়।

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।ফলে চেয়ারম্যান পদে অপর প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান তালিকায় অন্তর্ভুক্ত হন।

ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমাদান করলেও ৩০ এপ্রিল প্রত্যাহারের শেষ দিনে মিনারুল ইসলাম নামে প্রতিদ্বন্দি প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।ফলে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৭ জন।

আজ ২ মে,বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে প্রার্থীদের প্রতিক বরাদ্দ করা হয়।ভাইস চেয়ারম্যান পদে মোঃ মানিক মিয়া, মোঃ রাজিবুর রহমান রাজু,মোঃ তৌহিদুল ইসলাম লাল্টু এবং আখম গোলাম ফারুক একই প্রতিক টিয়াপাখি দাবী করলে লটারির মাধ্যমে মোঃ মানিক মিয়া টিয়া পাখি প্রতিক লাভ করেন। অপরদিকে  মোঃ রাজিবুর রহমান রাজু - চশমা প্রতিক, বুলবুল হাসান পিপুল - পালকী প্রতিক, সাংবাদিক আরিফুজ্জামান লিপটন- টিউবওয়েল, সাংবাদিক তৌহিদুল ইসলাম লাল্টু - বই প্রতিক,আখম গোলাম ফারুক- উড়োজাহাজ, মোঃ নূর আলম- তালা প্রতিক প্রাপ্ত হন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান  ইন্দোনেশিয়া সিটু- হাঁস প্রতিক এবং নার্গিস খাতুন - তীর ধনুক প্রতিক পেয়েছেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তা কতৃক অফিস কক্ষ কতৃক জানা গেছে। 

একটি অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্যমুলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বেশীরভাগ ভোটারদের পছন্দমত প্রার্থী নিষ্কন্টকভাবে নির্‌বাচিত হয়ে জনকল্যাণে প্রত্যাশিত কার্যক্রম পরিচালনা করতে সমর্থ হবেন, এমনটাই ভেড়ামারা উপজেলাবাসীর প্রত্যাশা।

এই বিভাগের আরোও খবর

Logo