আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য সহনশীল, একটি পরিকল্পিত শহর ও যানজট নিরসনের লক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট।
আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য সহনশীল, একটি পরিকল্পিত শহর ও যানজট নিরসনের লক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট।
আজ (৫ মার্চ) রোজ মঙ্গলবার দুপুরে রায়পুর পৌরসভা ভবনে মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এতে বিশেষ অতিথি ছিলেন, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ্ মোহাম্মদ শেখ সাদী, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রায়পুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন ফারুক মজুমদারসহ অনেকে।
এসময় রায়পুর বাজারের ব্যবসায়ীদের ১৪ টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শেষে সমাধানে অঙীকারবদ্ধ হন সকলে। বিশেষ করে পবিত্র মাহে রমজানে ভেজাল পন্য বিক্রি না করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখাই ছিল অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য।
অনুষ্ঠান শেষে রায়পুর পৌরসভার পক্ষ মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘোষণা করা হয়।