শুক্রবার(১৭-০৫-২০২৪ইং) এক প্রেস ব্রিফিংয় এর আয়োজন করেন ঠাকুরগাঁও এর পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা।
শুক্রবার(১৭-০৫-২০২৪ইং) এক প্রেস ব্রিফিংয় এর আয়োজন করেন ঠাকুরগাঁও এর পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা।
ব্রিফিং এ তিনি জানান যে, গত ২০-০৪-২০২৪ইং সালন্দর মাদ্রাসাপাড়ার শিশু নিবিড় হত্যার আসামী গ্রেফতার করা হয়েছে। আসামী শিশু হওয়ায় তার পরিচয় প্রকাশ্যে জানাননি, তবে তিনি জানিয়েছেন যে ভিক্টিম নিবিড়ের বাড়ীর ৫০গজের মধ্যেই আসামীর বাড়ী।
তিনি জানান যে ভিক্টিম নিবিড় এর লাশ পাওয়ার পর ঠাকুরগাঁও সদর থানার তিনটি টিম বিভিন্নভাবে গোপনে এবং প্রকাশ্যে অনুসন্ধান শুরু করে। জনাব মোঃ জিয়াউল ইসলাম, এডিশনাল এস পি (ক্রাইম) এর নেতৃত্বে এডিশনাল এস পি, সদর সার্কেল এর সার্বক্ষণিক তদারকির মাধ্যমে শিশু নিবিড় হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করা হয়েছে।
মুলত মার্বেল খেলাকে কেন্দ্র করে শিশু নিবিড় ও আসামীর মধ্যে ঝগড়াঝাটি ও মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে আসামি ভিক্টিমের গলা চিপে ধরে এবং ভিক্টিম জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে আসামি বুঝতে পারে যে নিবিড় মারা গেছে। তখন তাদের রান্নাঘরের এক কোনায় লাশ ফেলে রাখে এবং রাতের বেলায় সেই লাশ ভিক্টিমের বাড়ীর পেছনে ফেলে রেখে আসে। আসামীর স্বীকারোক্তি অনুযায়ী ভিক্টিমের সেন্ডেল উদ্ধার করা হয়েছে এবং ২০৯ টি কাচের মার্বেল জব্দ করা হয়েছে