অবেশেষে নির্বাচনের অঙ্গিকার নিয়ে ভোলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট নজরুল হক অনু’র সভাপতিত্বে শুক্রবার রাতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, গত বছরের ৫ আগষ্টের পর একাধিক কমিটি গঠিত হওয়ায় ভোলায় মারাত্মক ইমেজ সংকটে পরে ভোলা প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজ। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য ভোলার সাংবাদিকসহ সুশীল সমাজ ও রাজনৈতিক মহল একটি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। তার আলোকে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। এর আগে তারা গঠনতন্ত্র সংশোধন এবং নতুন ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের আয়োজন করবে। এ উপলক্ষে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু সভাপতি, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার সহ-সভাপতি, মানব জমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, ডিবিসি ও বনিক বার্তা প্রতিনিধি এইচ এম জাকির যুগ্ম সাধারণ সম্পাদক, যুগান্তর প্রতিনিধি হেলাল উদ্দিন কোষাধ্যক্ষ, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা দপ্তর সম্পাদক, ইসলামিক টিভি প্রতিনিধি মোঃ সুলাইমান ক্রীড়া সম্পাদক, সংবাদ প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার সাংস্কৃতকি সম্পাদক, ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম পাঠাগার সম্পাদক এবং ভোলার বাণী’র সম্পাদক মাকসুদুর রহমান ও একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু সদস্য মনোনিত করা হয়।