বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ১৮ মে , ২০২৫ ১৭:১৩ আপডেট: ১৮ মে , ২০২৫ ১৭:১৩ পিএম
বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শনিবার বাদ জোহরে তাজমহল মোড় ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে  ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে থানা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয় ৷  উক্ত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ মাসউদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ওমর ফারুক,সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ চান মিয়া, দ্বীনি সংগঠন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জহুরুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আতাউল্লাহ,ইসলামী ছাত্র আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ সাকিবুল ইসলাম ৷ উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিশন গঠন করে ৬১ জন সদস্যের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার নতুন  কমিটি গঠন করা হয়৷ এসময় ইসলামী আন্দোলন বীরগঞ্জ  পৌর শাখার সভাপতি মোঃমাসুম বিল্লাহ্ , সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ সাইফ সহ উপজেলার ১১ টি ইউনিয়ন, ১২নং আঞ্চলিক শাখা ও পৌর শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷ উল্লেখিত থানা সম্মেলনে  নেতৃবৃন্দরা তাদের বক্তব্যের মাধ্যমে নিজ দল ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন গঠন মূলক দিক নির্দেশনার কথা তুলে ধরে বর্তমান সময়ে সমাজের কাধে ভর করা সকল অসংগতি দুর করে সত্য ও ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠায় মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র গঠনে দলীয় প্রতীক  হাতপাখার পতাকা তলে যোগদান করতে সকল শ্রেনী- পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান ৷

এই বিভাগের আরোও খবর

Logo