বীরগঞ্জে অতিরিক্ত মদ্য পানে যুবকের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে অতিরিক্ত মদ পানে তায়েজ মার্ডি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রণগাঁও পল্লীর মোবারক মাস্টারের পুকুরে এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি মো: আব্দুল গফুর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।তায়েজ মার্ডি সুজালপুর ইউপির রণগাঁও গ্রামের মাতী মূর্মু এর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে তায়েজ মার্ডি অতিরিক্ত দেশীয় মদপান করে পুকুরে পার দিয়ে যাওয়ার পথে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের লোকজন সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন থেকে মির্গী রোগে আক্রান্ত ছিলেন তায়েজ মার্ডি। সে গতকাল রাতে অতিরিক্ত মদপান করে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।