বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ২ জন আটক

মোঃ ইফতেখার আলম প্রকাশিত: ৯ নভেম্বর , ২০২৩ ১২:০৫ আপডেট: ৯ নভেম্বর , ২০২৩ ১২:০৫ পিএম
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ২ জন আটক
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৮ নভেম্বর বুধবার দুপুর বারোটায় বিএনপির সম্পাদক আবদুর রাজ্জাক(৪৮) ও ছাত্রদলের আলামিন হোসেন(২৩) কে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৮ নভেম্বর বুধবার দুপুর বারোটায় বিএনপির সম্পাদক আবদুর রাজ্জাক(৪৮) ও ছাত্রদলের আলামিন হোসেন(২৩) কে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।

জানা যায়, বিএনপির ডাকা অবরোধ পালনের জন্য শেরপুর পৌরসভার টাউন কলোনী এলাকার বাসিন্দা পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক ও ভবানীপুর ইউনিয়নের আরপাতপাড়া গ্রামের ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন হোসেন স্থানীয় বাসস্ট্যান্ডে বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সাথে অবস্থান নেয়।

সেখান থেকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের আটক করে শেরপুর থানা পুলিশ। এ ব্যাপারে শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ বলেন, ২০২২ সালে ১৭ নভেম্বর একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাদেরকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo