রাজশাহীর তানোর উপজেলায় চলতি মাসের শুরু থেকে তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছিল এক বর্ণাঢ্য বাণিজ্য মেলা। তবে রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্ধ হয়ে যায় মেলাটি। প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও মেলায় প্রবেশ টিকিটের ওপর আকর্ষণীয় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের শুরুতে কিছুটা বিলম্ব হওয়ায় এবং ‘ড্র স্থগিত’ হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় উপস্থিত দর্শনার্থীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিকে কেন্দ্র করে হঠাৎ কিছু দুষ্কৃতিকারী মেলার মূল মঞ্চে ভাঙচুর চালায়। তারা স্টল ও মঞ্চে লুটপাটও করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আয়োজক কর্তৃপক্ষ ও মেলা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম হতাশায় ভুগছেন। মুহূর্তেই আনন্দঘন পরিবেশে ছায়া নেমে আসে এবং আতঙ্কিত হয়ে পড়ে মেলায় আগত সাধারণ মানুষ।
তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের একাধিক সদস্য জানান, স্থানীয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
মেলাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।