যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন ৮০ পরীক্ষার্থী পাবে অতিরিক্ত ৩০ মিনিট সময়

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী , ২০২৪ ১২:৩৫ আপডেট: ১৩ ফেব্রুয়ারী , ২০২৪ ১২:৩৫ পিএম
যশোর শিক্ষা বোর্ডের    এসএসসি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন  ৮০ পরীক্ষার্থী পাবে অতিরিক্ত ৩০ মিনিট সময়
যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন ৮০ পরীক্ষার্থী পাবে অতিরিক্ত ৩০ মিনিট সময়। তারা আগামী (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষায় অংশ গ্রহণ করবে। কেন্দ্র সচিব তাদের অতিরিক্ত সয়ম নিশ্চিত করবে বলে বোর্ড থেকে নির্দেশ দেয়া হয়েছে। যদি কোন কেন্দ্র সচিব এর ব্যত্যয় ঘটায়,তাহলে তারে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ।

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন ৮০ পরীক্ষার্থী পাবে অতিরিক্ত ৩০ মিনিট সময়। তারা আগামী (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষায় অংশ গ্রহণ করবে। কেন্দ্র সচিব তাদের অতিরিক্ত সয়ম নিশ্চিত করবে বলে বোর্ড থেকে নির্দেশ দেয়া হয়েছে। যদি কোন কেন্দ্র সচিব এর ব্যত্যয়  ঘটায়,তাহলে তারে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ।

বোর্ড সূত্র জানায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সাধাণ শিক্ষার্থীর মতো পরীক্ষা দিতে পারে না। শারিরিক সমস্যার কারনে তাদের পরীক্ষা দিতে দেরী হয়। এজন্য তাদের অভিভাবক কেন্দ্র সচিবের মাধ্যমে  শিক্ষা বোর্ডে আবেদন করেছে। আবেদনের প্রেক্ষিতে এসব পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষার্থীরা হলেন, যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের পরীক্ষার্থী শেখ জিহাদ আহম্মেদ কেন্দ্র : যশোর-৪২৪, কুষ্টিয়া সাহিত্যিক মীর মশারর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আবু তাহমীদ নাফি,কেন্দ্র : কুষ্টিয়া-২৭১, যশোর সেবা সংঘ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী অনামিকা ইসলাম ইরা ,কেন্দ্র : যশোর-৩৫৬, শার্শা বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী হিমা রানী আমিন ইতু, কেন্দ্র : বাগআঁচড়া-৫৩১, চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তুহিন আলী, কেন্দ্র : চুয়াডাঙ্গা-২৮০, সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তাজবী আহম্মেদ লাবীব, কেন্দ্র : সাতক্ষীরা-২৬২, ঝিনাইদহ মহেশপুর পাথরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী খালিদ হাসান, কেন্দ্র : রুলি-৫০৭, মহেশপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আলিনা খাতুন,কেন্দ্র : মহেশপুর-৩৩৫, বাগেরহাট শাহ আউলিয়া বাগ মল্লিক মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রেসমা খাতুন,কেন্দ্র : ফকিরহাট-২৩৬, আছিয়া খন্দকার, কেন্দ্র : ফকিরহাট-২৩৬,

খুলনা খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী বিদীপ্তা বিশ্বাস তুলি, কেন্দ্র : খালিশপুর-৪৬৬, সাতক্ষীরা নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সারমীন সুলতানা, কেন্দ্র : নকিপুর-৪৭৮,  বাগেরহাট শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের আবু তাহের, েেশখ আলামিন হোসেন জোতি, কেন্দ্র : বাগেরহাট-৫০৫,সাতক্ষীরা দেবহাটা সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের আবীর হোসেন, কেন্দ্র : দেবহাটা-২৫২, সাতক্ষীরা কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শামীমা আক্তার ও প্রবীর সরকার, কেন্দ্র : নলতা-৩৯৬,সাতক্ষীরা কালিগঞ্জ তারালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রাপ্তি সরকার ও উর্মি দাস, কেন্দ্র : নলতা-৩৯৬ , চুয়াডাঙ্গা আলমডাঙ্গা জগন্নাথপুর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী নয়ন আলী, কেন্দ্র : আলমডাঙ্গা-২৮১, খুলনা ডুমুরিয়াচেঁচুড়ী কাছারীবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী নুসরাত জাহান সিমু ও মুনিয়া খাতুন, কেন্দ্র : জামিরাহাট-৪০৩, নড়াইল লোহাগড়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী নবনী ইসলাম ,কেন্দ্র : লক্ষীপাশা -৩২৪, খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী সপ্তমী হাওলাদার ,কেন্দ্র : পল্লীমঙ্গল-৪২৮,যশোর মণিরামপুর সরকারি উ”চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শাফায়েত আহমেদ জিম, কেন্দ্র : মণিরামপুর-৪৩২, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ফাহিম আবরার জাওয়াদ, কেন্দ্র : খুলনা-৩৯১, হালিয়া বিনোদ বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তন্ময় মন্ডল, কেন্দ্র : বটিয়াঘাটা-২১১, হালিয়া বিনোদ বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী অভিজিৎ মহলদার, কেন্দ্র : বটিয়াঘাটা-২১১, লোহাগড়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী বাইজিদ হোসেন, কেন্দ্র : লক্ষীপাশা-৩২৪, সাতক্ষীরা রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী হাজেরা খাতুন ও আনিসা আক্তার রুহি কেন্দ্র : নাজিমগঞ্জ-২৬০, কুষ্টিয়া খলিষা কুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী এম কে এস মাহমুদুর রহমান ও হাবিবুর রহমান, কেন্দ্র : খলিষা কুন্ডি-৪০৭, নড়াইল লোহাগড়া আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আসিব শেখ, কেন্দ্র : লক্ষীপাশা-৩২৪, , চুয়াডাঙ্গা আলীযারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আখিতারা, কেন্দ্র : সাদেমান নেছা-৪৯৯, সাতক্ষীরা নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আজমিরা আখতার, কেন্দ্র : নাজিমগঞ্জ-২৬০, চুয়াডাঙ্গা কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী  আহাদ আলী ফারাজী, কেন্দ্র : সাদেমান নেছা-৪৯৯, খুলনা কলেজিয়েট স্কুলের পরীক্ষার্থী কাজী রাইতা বিনতে মুক্তাদির, কেন্দ্র : পল্লীমঙ্গল-৪২৮,  সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ইতি সুলতানা,কেন্দ্র : নবারুন-৪৮৪, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জেবা তাসনিয়া, কেন্দ্র : শ্যামনগর-২৫৩, বাগেরহাট চুলকাটি ঘন শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সংগিতা বিশ্বাস ও সুমিতা রানী নন্দি,, কেন্দ্র : চুলকাটি-২৪৪, বাগহেরট বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ফাতেমা খাতুন, কেন্দ্র : বেতাগা-৪৮৩, বঙ্গ বন্ধু সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আসমা উল হুসনা, বাগেরহাট কেন্দ্র : বেতাগা-৪৮৩,  কুষ্টিয়া শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী কে. এম. তাওহিদ মাহমুদও  নেছার উদ্দীন শেখ, কেন্দ্র : শোমসপুর-৩৮৭, কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হিরা রায়া, কেন্দ্র : কয়রা-২১৮, কয়রা বামিয়া মডেল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীজান্নাতুল ফেরদৌস আঁখি ও ফারজানা আক্তার টুকটুকি, কেন্দ্র : জায়গীরমহল-২১৯, সাতক্ষীরা সরকারি উ”চ বিদ্যালয়ের পরীক্ষার্থী তাজবী আহমেদ লাবিব ও রাফিদ উল আলম, কেন্দ্র : সাতক্ষীরা-২৬২, ঝিনাইদহ পার-মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আল আমিন, কেন্দ্র : হরিণাকুন্ডু-৩৩৯, রূপসা জে. কে. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী বাবী নিপা, কেন্দ্র : বেলফুলিয়া-২২৭, বাঘারা যশোর পাড়কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের অনন্যা খাতুন, ক্ন্দ্রে : খাজুরা-৩১৮, মাগুরা সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের পরীক্ষার্থী রূপা দত্ত, কেন্দ্র : মাগুরা-৩৪০ মাগুরা, নড়াইল দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শেখ মেজবাহ উদ্দীন, কেন্দ্র : কোলা দিঘলিয়া-৪০৫, ডুমুরিয়া কুলটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী চৈতি মন্ডল, কেন্দ্র : ডুমুরিয়া-২১২,

নড়াইল লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সৈয়দ রায়হান হোসেন, কেন্দ্র : লোহাগড়া-৩২৩, সাতক্ষীরা কুমিরা মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তমা ঘোষ, কেন্দ্র : কুমিরা-২৫৬,  যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ময়ুরী খাতুন, কেন্দ্র : যশোর-৪২০, বাগেরহাটদৈবজ্ঞহাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী ফাহবিন রেজা সারাহ, কেন্দ্র : দৈবজ্ঞহাটি-২৩৪, ফুলতলা আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী রীমি ঢালী, কেন্দ্র : শিরোমণি-৪৩৫, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী জাহিন আহবাব জোয়ার্দ্দার, কেন্দ্র : চুয়াডাঙ্গা-৩৭৬, অভয়নগর সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী লীমা রায় ও সৈকত বাড়ৈ, কেন্দ্র : আড়পাড়া-৪১৯, যশোর মণিরামপুর কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ও মর ফারুক, কেন্দ্র : মণিরামপুর-৩০৮, সাতক্ষীরা কালীগঞ্জের মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শহীদ আলম, কেন্দ্র : নাজিমগঞ্জ-২৬০, সাতক্ষীরা ঋশিল্পী সেন্টার স্কুেলর পরীক্ষার্থী সিয়াম সামী, কেন্দ্র : সাতক্ষীরা-২৫০, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সাকিব মাহমুদ শামস্, কেন্দ্র : কোটচাঁদপুর-৩৩৪, সাতক্ষীরা শাহাপুর সিরাজ উদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী কেয়া খাতুন, কেন্দ্র : তালা-২৫৫, ফকিরহাট মুলঘর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী মিলি খাতুন,কেন্দ্র : ফকিরহাট-২৩৬, নড়াইল কালিয়া দি পাটনা একাডেমীর পরীক্ষার্থী আব্দল্লাহ আল মামুন খান ,কেন্দ্র : বড়দিয়া-৩২৭, কুষ্টিয়া দৌলতপুর পিপুল বাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী নাহিদ হাসান ও সিনহা খাতুন উমি, কেন্দ্র : খলিশা কুন্ডি-৪০৭, শৈলকুপা আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী পারভেজ ও রুরায়েত ইসলাম সিফাত, কেন্দ্র : শৈলকুপা-৩৩৩, হরিণাকুন্ডু চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রীমা খাতুন, কেন্দ্র : হরিনাকুন্ডু-৩৬০, নবোদয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী তৃষ্ণা মন্ডল ও বর্ষা খাতুন , কেন্দ্র : লাঙ্গলবাঁধ-৪২৬। এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান বলেন সমাজসেবার সার্টিফিকেটের প্রেক্ষিতে বিমেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অভিভাবক কেন্দ্র সচিবে মাধ্যমে আবেদন করে। আবেদন করলে আমরা সময় বৃদ্ধি করে দিই। সেটা বাস্তবায়নের জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেয় হয়। কোন কেন্দ্র সচিব এ নির্দেশ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo