বিদ্যুৎ না থাকায় ফ্রী মোবাইল চার্জিং সেবা দিচ্ছেন নকলার আইটি কম্পিউটার

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ২৯ মে , ২০২৪ ০৭:০৮ আপডেট: ২৯ মে , ২০২৪ ০৭:০৮ এএম
বিদ্যুৎ না থাকায় ফ্রী মোবাইল চার্জিং সেবা দিচ্ছেন নকলার আইটি কম্পিউটার
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নকলা আইটি কম্পিউটারে চলছে ফ্রি মোবাইল চার্জিং সেবা মঙ্গলবার (২৮ মে) সকাল ৮টাই শেরপুরের নকলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় নকলা আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ফ্রি মোবাইল চার্জিং সেবার কার্যক্রম শুরু করেন পরিচালক আবু রায়হান।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নকলা আইটি কম্পিউটারে চলছে ফ্রি মোবাইল চার্জিং সেবা মঙ্গলবার (২৮ মে) সকাল ৮টাই শেরপুরের নকলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় নকলা আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ফ্রি মোবাইল চার্জিং সেবার কার্যক্রম শুরু করেন পরিচালক আবু রায়হান। 

পরিচালক আবু রায়হান জানান  বিদ্যুৎ'র ভোগান্তির জন্য আমি এডমিশন দিতে পারি নি। তাই আমার মতো নকলার শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতে মোবাইল চার্জিং বা এডমিশন  নিয়ে ভোগান্তি না পায় সুতরাং যোগাযোগ বিছিন্ন'র কারণে যাতে কারো ক্ষতির সম্মীক্ষণ না হয় তাই আমার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ফ্রি সেবার কথা বলি এবং আমার আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিশেষ আইপিএস ব্যবস্থাপনায় সেবা দিচ্ছি। আইটি কম্পিউটার সেন্টারে এ পযন্ত ২০০ থেকে ২২০ জন সাধারণ শিক্ষার্থী  ফ্রি সেবা পেয়েছে।  আর ফ্রি সেবাটি  বিদ্যুৎ না আসা পযন্ত  চলবে। 

ফ্রী সেবা পেয়েছেন শিক্ষার্থী ফুয়াদ,তুর্য, জিহাদ,অমিত,মনির,মারুফা,আমবিয়া খাতুন,মনিকা,পারভেজ,লিখন,আশিক,আব্দুল্লাহ,রকি,আকরাম,মেহেদী,সাফিত,শান্ত,আপন,শোয়েব আহমেদ, আফছানা রিমি,নুপুর প্রমুখ

শিক্ষার্থী শোয়েব আহমেদ বক্তব্যে বলেন  এক বন্ধুর ফেসবুক আইডির মাধ্যমে জানতে পারি, নকলায় ফ্রি চার্জিং সেবা দিচ্ছে।তাই  ফুলপুর উপজেলার রামভদ্রপুর থেকে এসেছি আর সাথে ১২টি ফোন চার্জ দিতে আসছি। সত্যিই সেবাটি পেয়ে আমি খুব খুশি এবং সুন্দর মানবিক উদ্যোগ নেওয়ার জন্য ভাইকে ধন্যবাদ। 

 শিক্ষার্থী  আফছানা মিমি বক্তব্যে বলেন আমি আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক আবু রায়হান ভাইয়ের ফেসবুক আইডির পোস্ট দেখে মোবাইল চার্জিং সেবাটি নিতে আসছি।
ফ্রি সেবাটি পেয়ে আমি খুশি এবং ভাইকে ধন্যবাদ। 

ভাইটকান্দি থেকে আসা শিক্ষার্থী  নুপুর বলেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুনে মোবাইল চার্জ দিতে আসছি। রায়হান ভাইয়ের মানবিক মনোভাবের জন্য ধন্যবাদ। 

মমিনাকান্দা থেকে আসা মেহেদী হাসান বলেন,নকলায় এসে শুনতে পাই আমার বন্ধু রায়হান ফ্রি মোবাইল চার্জিং সেবা দিচ্ছে। তাই আমার ফোনে চার্জ না থাকায় আইটি কম্পিউটার সেন্টারের ফ্রি সেবাটি গ্রহণ করি।সুতরাং এমন সুন্দর মানবিক উদ্যোগের জন্য বন্ধুকে ধন্যবাদ। 

এই বিভাগের আরোও খবর

Logo