ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে হাজারও নেতাকর্মী সংবর্ধনা দিয়েছেন। শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুরের নিজ বাড়ি বাহাদুরপুর হাউজে ইয়াসের খান চৌধুরীকে সংবর্ধনা দেন উপজেলা ও পৌর বিএনপির হাজারও নেতাকর্মী। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন। সংবর্ধনা অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নান্দাইল উপজেলা কমিটি হয়েছে। এই কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের সাথে নিয়ে কাজ করার জন্য। ১৫ বছর যারা বিএনপির পক্ষে কাজ করেছে প্রত্যকটি ইউনিয়নের সকলকে আমরা যথাযথ মূল্যায়ন করতে চাই। কাউকে অবমূল্যায়ন করা হবে না, তবে সবাইকে কাজ করতে এবং দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। তিনি আরও বলেন, বিগত দিনে যাদের হাতে কমিটি ছিল তারা পকেট কমিটি করে উপজেলা ও পৌর বিএনপিকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে দেয়নি। এখন তাদের জ্বালা হচ্ছে কারণ তারা আওয়ামী লীগের দোষর। এই বিএনপির পতাকা কোনো জাতীয় পার্টির সন্তানদের না। যারা দলে সিদ্ধান্ত মানেন না তারা তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না। যারা দলের চেয়ে ব্যক্তির রাজনীতি করেন তারা বিএনপির কেউ না।