বান্দবানের লামায় অস্ত্র ও চোরাই মালামালসহ বেবি আকতার নামে এক নারী গ্রেফতার

মোহাম্মদ হাছান প্রকাশিত: ৬ জানুয়ারী , ২০২৫ ১৬:৪৯ আপডেট: ৬ জানুয়ারী , ২০২৫ ১৬:৪৯ পিএম
বান্দবানের লামায় অস্ত্র ও চোরাই মালামালসহ বেবি আকতার নামে এক নারী গ্রেফতার
অস্ত্র ও চোরাই মালামালসহ বেবি আকতার নামে এক নারী গ্রেফতার। রবিবার (৫ জানুয়ারী ২০২৫) বিকেল সাড়ে ৫টায় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুমারমারঝিরি এলাকার নুরুল আমিন বসত ঘর থেকে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।

অস্ত্র ও চোরাই মালামালসহ বেবি আকতার নামে এক নারী গ্রেফতার। রবিবার (৫ জানুয়ারী ২০২৫) বিকেল সাড়ে ৫টায় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুমারমারঝিরি এলাকার নুরুল আমিন বসত ঘর থেকে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।  সোমবার বেলা ১১টায় এবিষয়ে লামা থানায় সংবাদ সম্মেলন করে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী  বেবি আকতার (৩৫) কুমারমারঝিরির নুরুল আমিনের স্ত্রী এবং আবুল হাশেম ও জহুরা বেগমের মেয়ে।।উদ্ধারকৃত অস্ত্র এবং চোরাই মালামালঃ
০১) একটি একনলা বন্দুক, যার লম্বা অনুমান ০৪ ফুট ০৫ ইঞ্চি,
০২) একটি এক্সপার্ট সাবমারসিবল পাম্প, কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল।

এই বিভাগের আরোও খবর

Logo