বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কাজী মাহমুদুল কবির প্রকাশিত: ২৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:১৯ আপডেট: ২৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:১৯ পিএম
বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিমডাঙ্গা এলাকার সাধারন জনগনের উদ্দ্যোগে এ মানববন্ধনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জনমানুষের নেতা শেখ মন্জুরুল হক রাহাদ

বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিমডাঙ্গা এলাকার সাধারন জনগনের উদ্দ্যোগে এ মানববন্ধনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জনমানুষের নেতা শেখ মন্জুরুল হক রাহাদ,  ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল, অবসরপ্রাপ্ত প্রাইমারি  স্কুলের প্রধান শক্ষক রজ্জব আলী আকুনজি, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী নিরোধ বিহারী মৃধা সহ আরো অনেকে।আমাদের এলাকার মানুষ কৃষি চাষ করে জীবন যাপন করে।   এ এলাকায় রয়েছে প্রায় ২০ টি উপরে ছোট বড় সরকারি খাল। কিন্তু এলাকার এসব  খালগুলোকে প্রভাবশালীরা দখল করে মাছ চাষ  করে। যখন যে দল ক্ষমতায় আসে তাদের ছত্রছায়ায় কিছু অসাধু চিংড়ি চাষী প্রতিবছর  এ খালগুলোকে দখল করে মাছ চাষ করে । এলাকার মানুষ বারবার উদ্দ্যোগ নিলেও এ খালগুলোকে দখলমুক্ত করা সম্ভব হয়নি। গত ৫ ই আগষ্টের পর সাধারন মানুষ এই খালগুলোকে অবমুক্ত করার উদ্দ্যোগ গ্রহন করে। ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল বলেন, ষাটগম্বুজ ইউনিয়নের প্রায় সকল খাল বিশেষ করে খোন্তাকাটা খাল, শাতকুলি খাল, গোদাড়া খাল, নদখালী খাল, মাদারতলা খাল,মানিকখালি খাল,দায়েতনেমারি খাল, পেতনিমারি খাল, মহিসকোড়া খাল, মানুষপোড়া খাল, সিমানা খাল, রামবাবু খাল, গোটেরখাল, ইমামবাড়ি খালসহ অসংখ্য খাল দখল করে মাছ চাষ করা হয় । আমরা সাধারন মানুষ চাই এ খালগুলো অবমুক্ত করতে। এগুলো অবমুক্ত হলে আমাদের এ ইউনিয়নে ব্যাপক ধানসহ অন্যন্য ফসল উৎপাদন হবে।

এই বিভাগের আরোও খবর

Logo