গতকাল ২১ মার্চ ২০২৫ ইং রোজ শুক্রবার, সময়, ৩.০০ টায় , ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে । আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পরে এই কর্মসূচি আয়োজন করে। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং দখলদার বাহিনীর নৃশংসতার নিন্দা জানান। তারা ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সমাবেশে বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর যে বর্বর হামলা চালানো হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব নেতাদের উচিত দ্রুত এই হত্যাযজ্ঞ বন্ধে ব্যবস্থা নেওয়া।” বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।