চাটখিলে পূনরায় বন্যা -জনদূর্ভোগ চরমে

মোঃ হানিফ প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর , ২০২৪ ১৪:১২ আপডেট: ১৬ সেপ্টেম্বর , ২০২৪ ১৪:১২ পিএম
চাটখিলে পূনরায় বন্যা -জনদূর্ভোগ চরমে
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যাচ্ছে যে, মানুষ অতি কষ্টে জীবন -যাপন করছে। গবাদিপশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা না আসায় শিক্ষকগন পাঠদান করতে পারেন না। নির্দিষ্ট সময়ে সিলেবাস সম্পূর্ণ করার বিষয়ে শিক্ষকগণ উদ্বেগ প্রকাশ করেন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় গত কয়েক দিনের বৃষ্টিতে পূনরায় বন্যা দেখা দিয়েছে। মানুষের ঘরবাড়িতে পানি উঠে গেছে। আবারও আশ্রয় কেন্দ্রে যাতায়াত শুরু করছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো শ্রেণি কার্যক্রম চালু করলেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসা সম্ভব হচ্ছে না। 

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যাচ্ছে যে, মানুষ অতি কষ্টে জীবন -যাপন করছে। গবাদিপশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা না আসায়  শিক্ষকগন পাঠদান করতে পারেন না। নির্দিষ্ট সময়ে সিলেবাস সম্পূর্ণ করার বিষয়ে শিক্ষকগণ উদ্বেগ প্রকাশ করেন।

চাটখিল ও পার্শ্ববর্তী উপজেলার খালের উপর বাঁধ নির্মাণ, খালের উপর দিয়ে বাড়ির রাস্তা নির্মাণ, দোকান -পাট তৈরীর কারণে পানি নামছে না। তাই এ এলাকার সর্বসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের অভিযান চালানো একান্ত প্রয়োজন। 

এই বিভাগের আরোও খবর

Logo