বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া ও হিমাগার ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন।

মোঃ জসিনুর রহমান প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:২৩ আপডেট: ৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:২৩ পিএম
বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া ও হিমাগার ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন।
বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ, হিমাগারের মালিক বিন্দু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ, হিমাগারের মালিক বিন্দু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। উক্ত হিমাগার সম্মেলনে মালিকদের পক্ষে বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ অ্যাসোসিয়েশনে  পক্ষে  লিখিত বক্তব্য রাখেন, বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট  জনাব মোস্তফা আজাদ চৌধুরী।  তিনি তার লিখিত বক্তব্য বলেন আপনারা অবগত আছেন হিমাগার শিল্প  বাংলাদেশের অন্যতম প্রধান বৃহত্তম  কৃষিভিত্তিক শিল্পখাত। আলু বাংলাদেশের দ্বিতীয় প্রধান   অর্থকারী ফসল। এবং জনসাধারনের খাদ্য তালিকায় আলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল যখন রাজশাহী ও রংপুর বিভাগ,ময়মনসিংহ বিভাগ কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ আরে, নরসিংদী, গাজীপুর ইত্যাদি জেলা সমূহে নিবিড় আলু চাষ হয়ে থাকে। আর ওই এলাকাগুলোই হিমাগার অবস্থিত। তিনি সাংবাদিকদের বলেন আপনারা জানেন গত ২০২৪ সনে চাহিদার তুলনায়  কম আলু উৎপাদন হওয়ায়  আলুর বাজার মূল্য বেশি ছিল। তাই ২০২৫ সনে তারা দেশে কৃষকগণ ব্যাপক আলু চাষ করেছেন।যা গত ২০২৪ সনের তুলনায় প্রায় 40% এলাকা বেশি হবে মর্মে তথ্য পাওয়া গেছে। ফেব্রুয়ারি মাসের শেষ থেকে  কৃষক ভাইদের উৎপাদিত আলু হিমাগারে  সংরক্ষণ শুরু হবে।বর্তমানে সংশ্লিষ্ট সকলের ক্ষেত্রে হিমাগার পরিচালনা সংক্রান্ত ব্যায় যেমন হিমাগারের পরিচালনার জন্য গৃহীত ব্যাংক ঋণের সুদের হারবহু লভ্যাংশে বৃদ্ধি পেয়ে যা  প্রায় ১৫% এ দাঁড়িয়েছে। এছাড়া সঠিক সময় কিস্তি প্রদান করতে না পারলে জরিমানা ২% সহ মোট ১৭%এ দারায়।  এছাড়া বিদ্যুৎ বিল লোডিং আনলোডিং ও বংগা পরিবর্তন পাল্টানি খরচ নুন্যতম মজুরি বোর্ড  ঘোষিত স্টাফদের বর্ধিত  বেতনভাতা বোনাস সন্মানি,হিমাগারের ইন্সুরেন্স এমেনিয়া লুব্রিকেট ওয়েল খরচ হিমাগারের বিভিন্ন যন্ত্রাংশ ও মেরামত খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ লভ্যাংশে বৃদ্ধি পেয়েছে। এই সকল খরচ গুলি বিশ্লেষণ করে ২০২৫ সনে হিমাগরে আলু সংরক্ষণে ভারা দাঁড়ায় ৯. ৬২ টাকা। উল্লেখ্য আরও অনেক খরচ আছে যা যোগ করলে প্রতি কেজি আলুর ভাড়া দাঁড়াবে প্রায় ১২ টাকা। দেশে আলু চাষকারী কৃষক ভাই যা হিমাগারে আলু সংরক্ষণকারী  ব্যবসায়িক আর্থিক বিষয়টি বিবেচনা নিয়ে বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন ২০২৪ নভেম্বর মাসে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ৯.৬২ এর পরিবর্তে  প্রতি কেজি আলুর ভারা  ৮ টাকা নির্ধারণ করা হয়। 
মহামান্য হাইকোর্টের 2017 সালের নির্দেশ মোতাবেক  পুরুষ শ্রমিক দারা সর্বোচ্চ ৫০ কেজি ও মহিলা শ্রমিক দ্বারা সর্বোচ্চ ৪০ কেজি ওজনের আলুর বস্তা উঠা নামা করার অনুমতি রয়েছে। এ নির্দেশ মোতাবেক ২০১৭সালে আলুর বস্তা হিমাগারে সংরক্ষণ হলেও পর্যায়ক্রমে ২০১৯ সাল হতে ক্রমাশহে প্রতি বছর ৫৫ কেজি হতে ২০২৪ সালে ৭০ থেকে ৭২ কেজি আলুর বস্তার ওজনের হিমাগারে  সংরক্ষণ  করা হয়েছে। ২০২৪ সালে এসোসিয়েশন নির্ধারিত হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া ছিল প্রতি কেজি ৭ টাকা সে হিসাবে প্রতি  বস্তার ভাড়া ছিল  ৩৫০ টাকা।আলু সংরক্ষণ কারিগন  ৭০থেকে ৭২ কেজি আলু ওজনের বস্তা  ভাড়া ৩৫০ টাকা হিমাগর মালিকগণকে প্রদান করে আলুর বস্তা বের করেছেন। ফলে হিমাগার  মালিকগণ প্রতি বস্তায়   ১৫ থেকে ২২ কেজি আলুর ভাড়া থেকে বঞ্চিত হচ্ছেন। হিমাগারের আলো ধারন ক্ষমতা প্রায় ২৫% কমে গিয়েছে এবং গড়ে ১০,০০০মে. টনের একটি হিমাগার প্রায় ১.৫ কোটি থেকে ২ কোটি টাকার ক্ষতি  সাধন হচ্ছেন। দেশে ৪০০ হিমাগারের মধ্যে প্রায় ৩০০ হিমাগার সময় মত ব্যাংকে লোন পরিশোধ করতে না পেরে তারা অন্যান্য পরিচালনা ব্যয় করতে না পেয়ে রুগ্ন  হিমাগারের পরিণত হয়েছে। এবং বেশ কিছু হিমাগার ঋণ খেলাপিতে জর্জরিত  হয়েছে। এবং প্রেসিডেন্ট সর্বশেষ যে কথাটি বলেন আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের সদয় জ্ঞাপন করছি যে  হিমাগার আলো সংরক্ষণে সংগতভাবে নির্ধারিত কেজি প্রতি ৮ টাকা ভাড়ায় আমাদেরকে হিমাগার পরিচালনায় সহায়তা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি হিমাগার শিল্পকে সহায়তা করার অনুরোধ রইলো।

এই বিভাগের আরোও খবর

Logo