নাটোরের বড়াইগ্রামের ৬ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক উপজেলার রাজাপুর গ্রামের মৃত আফাজ আলী'র পুত্র। তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি তিন পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আছর উপজেলার রাজাপুর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সুধীজন।