বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোন গুরুত্ব নেই

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১ মে , ২০২৪ ০৬:০৭ আপডেট: ১ মে , ২০২৪ ০৬:০৭ এএম
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোন গুরুত্ব নেই
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোন গুরুত্ব নেই। একারনে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে পরিচালনা করছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার যে রুপকল্প ঘোষনা করেছেন। সেটা বাস্তবায়নের জন্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোন গুরুত্ব নেই। একারনে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে পরিচালনা করছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার যে রুপকল্প ঘোষনা করেছেন। সেটা বাস্তবায়নের জন্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে হবে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিপ্তরে খুলনার পরিচালক মিজানুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, কারিগরি শিক্ষা বিভাগের সহকারী পরিচালক -১. হাবিবুর রহমান।

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির টেকনিক্যাল ও ভোকেশনাল  শিক্ষা বিভাগের প্রফেসর ড. আবু রায়হান, আলোচেক ছিলেন যশোর সদর উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, তালবাড়ীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান গনী, বিআরডিবির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরোও খবর

Logo