ফরিদপুরে মহানগর বিএনপির সংবাদ সম্মেলন

নাজিম বকাউল প্রকাশিত: ২১ আগস্ট , ২০২৪ ১৬:৩৫ আপডেট: ২১ আগস্ট , ২০২৪ ১৬:৩৫ পিএম
ফরিদপুরে মহানগর বিএনপির সংবাদ  সম্মেলন
মঙ্গলবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং সাধারণ মাহবুবুল ইসলাম পিকুল এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফএম কাইয়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।

ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  চৌধুরী নায়াবা ইউসুফ কে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং  সাধারণ মাহবুবুল ইসলাম পিকুল এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফএম কাইয়ুম জঙ্গি  ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। 

এ সময় উপস্থিত ছিলেন ‌ কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, মহানগর ছাত্রদলের আহবায়ক মুনিব হাসান সোহাগ, কাজী শিবলী,  কৌশিক আহমেদ অনিক, মো সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের আংশিক প্রতিবাদ জানিয়ে বলেন কোন নেতা বা কর্মী কোন অপকর্মের সাথে জড়িত হলে তাহা কেবলমাত্র তারই ব্যক্তিগত অপরাধ বলে গণ্য হবে অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা ও মহানগর শাখা এর দায়ভার নিবে না বলে জানানো হয়।

উক্ত সংবাদের ভিত্তিতে ফরিদপুরে চৌধুরী নায়াবা ইউসুফের সম্মানহানি হয়েছে বলে নেতা কর্মীরা মন্তব্য করেন। ভবিষ্যতে এই ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কার্যক্রম যাতে কোন নেতাকর্মী না করতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ‌ আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তারা জানান,  ফরিদপুর জাতীয়তাবাদী দলের সঙ্গে সাংবাদিকদের চমৎকার সম্পর্ক রয়েছে আর তাই  আগামীতেও আমরা একসাথে কাজ করব। তারা আগামীতে তাদের দলীয়  কর্মকাণ্ডে সাংবাদিকদের  সার্বিক  সহযোগিতা কামনা করেন ‌। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ফরিদপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।

এই বিভাগের আরোও খবর

Logo