লোহাগাড়ায় গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ৮ আগস্ট , ২০২৪ ১৭:৪৬ আপডেট: ৮ আগস্ট , ২০২৪ ১৭:৪৬ পিএম
লোহাগাড়ায় গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু
৭ আগস্ট, (বুধবার) বিকাল ৪ টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শহীদ ইসমামুল হক লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দর্জিপাড়ার মরহুম নুরুল হকের পুত্র।

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনকালে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ইসমামুল হক (১৭) নামে চট্টগ্রামের লোহাগাড়ার এক কিশোরের মৃত্যু হয়েছে।

৭ আগস্ট, (বুধবার) বিকাল ৪ টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শহীদ ইসমামুল হক লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দর্জিপাড়ার মরহুম নুরুল হকের পুত্র।

শহিদ ইশমামুল হক এর পরিবার জানান, ইশমামুল হক ঢাকার একটি মাদ্রাসার ছাত্র ও পাশাপাশি চকবাজার এলাকায় চাকরি করত। গত ৫ আগস্ট চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। ওই সময় সে গুলিবিদ্ধ হয়।

আন্দোনকারী অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা দেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইশমামুল হকের মৃত্যুর বিষয়টি শহীদ ইসমামুল হক এর পরিবার নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo