ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি সহ ৭দফা দাবীতে ফরিদপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ মার্চ) বাদ জুম্মা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি আবু নাসির আইয়ুবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোহেল রানা প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশে কোরআনের আইন মোতাবেক চলতে হবে। সংবিধান পরিবর্তন করে বাংলাদেশে নতুন সংবিধান আনতে হবে। আমার সোনার বাংলায় ধর্ষকদের কোন ঠাঁই নেই। আছিয়ার মত আর কোন বোনকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারব না। ভবিষ্যতে ধর্ষণের কোন ঘটনা ঘটলে ধর্ষককে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া শাহবাগের লাকি ও ইমরানরা আওয়ামী লীগের হাসিনার সৃষ্টি। ২৪ ঘণ্টার মধ্যে লাকি ও ইমরান এইচ সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে।