ফরিদপুরে অবৈধ সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
ফরিদপুরে অবৈধ সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ২রা অক্টোবর) বিকেল তিনটায় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর ঝিলটুলির একটি বাড়ির মূল ফটক আটকিয়ে অবৈধ সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাত্তাহুল ইসলাম ফাত্তাহ ।লিখিত বক্তব্য পাঠ করেন ফাত্তাহুল ইসলাম জানান , তার বাড়ির সামনে খালি প্লটটিতে শতনীড় গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান দশতলা ভবন নির্মাণ করেন এবং অবৈধভাবে সীমানা প্রাচীর গড়ে তোলে ফলে তার বাড়ির সামনের মূল ফটকটি বন্ধ হয়ে যায় এবং যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।ফাত্তাহুল ইসলাম আরো অভিযোগ করেন, শতনীড় তৎকালীন আওয়ামী গুন্ডাবাহিনী, পুলিশ ও র্যা ব এর সহযোগিতায় তারা এই অবৈধ নির্মাণ প্রাচীরটি গড়ে তুলেছিল।বিগত সরকারের আমলে তিনি তৎকালীন ডিসি ও এসপির নিকট অভিযোগ করলেও এর কোন সমাধান তিনি পাননি।এরপর ৫ই আগষ্ট সরকার পতনের পর তাদেরকে (শতনীড় গ্রুপ) প্রাচীরটি ভেঙে ফেলতে বলার পরও তারা প্রাচীরটি ভাঙ্গেনি। পরবর্তীতে বাধ্য হয়ে গত ২৯ শে অক্টোবর নিজ উদ্যোগে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় প্রাচীরটি ভেঙে ফেলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান , বিএনপির রাজনীতিতে তিনি কোন পদ পদবীতে নেই, কেবল বিএনপির একজন কর্মী হিসেবে রয়েছেন। প্রাচীরের বিষয়টি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার বলে উল্লেখ করে এই দেয়াল ভেঙে ফেলার সাথে রাজনৈতিক কোন সম্পর্ক নেই বলে ও তিনি জানান । বিএনপির সাথে জড়িয়ে শতনীড় প্রতিষ্ঠানটি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে সম্প্রতি যে সংবাদ সম্মেলন করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন । শতনীড় প্রতিষ্ঠান এবং আমার বাড়ির সামনের যে রাস্তা টি হয়েছে এর মালিক তিনজন । উল্টো শতনীড় প্রতিষ্ঠান আমার বাড়ির পিছনের অংশের দেয়ালের উপরে ক্ষমতার অপব্যবহার করে ভবনের দেয়াল নির্মাণ করেছেন ।সম্মেলনটিতে আরো উপস্থিত ছিলেন তার আপন বোন শরিফা বেগম, বিলকিস আরা বেগম, ভাই মতিন উদ্দিন আহমেদ, শাহ মোহাম্মদ সহ তার পরিবারের সদস্যরা ।