টানা ৭ বাবের এমপি কে বরং করতে শান্তি সমৃদ্ধির জনপদ বান্দরবানে এক মিলন মেলা বসেছে নানা জাতি ধর্ম নির্বিশেষে তাকে বরণ করতে সকাল থেকে বান্দরবান বাসীদের যেনো এক উৎসব এ পরিনত হয়েছে, পার্বত্য বান্দরবানের পরিবেশ যেন রংবেরঙের বাহারি অপরুপ সাজে সজ্জিত, পুরো বান্দরবান জুড়ে উচ্ছ্বাসের আমেজ ।
টানা ৭ বাবের এমপি কে বরং করতে শান্তি সমৃদ্ধির জনপদ বান্দরবানে এক মিলন মেলা বসেছে নানা জাতি ধর্ম নির্বিশেষে তাকে বরণ করতে সকাল থেকে বান্দরবান বাসীদের যেনো এক উৎসব এ পরিনত হয়েছে, পার্বত্য বান্দরবানের পরিবেশ যেন রংবেরঙের বাহারি অপরুপ সাজে সজ্জিত, পুরো বান্দরবান জুড়ে উচ্ছ্বাসের আমেজ ।
রং বেরঙের ডিজিটাল ব্যানার। পথে পথে অভিনন্দন ও শুভেচ্ছা ব্যানার। দুই শতাধিক বাহারি তোরণ। সবখানে সাজ সাজ রব। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) সকাল থেকেই এভাবেই বরণ হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদের বান্দরবান ৩০০ আসনে টানা ৭ বারের নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং,এমপি। বান্দরবানের রাজার মাঠে দেয়া হলো নাগরিক সংবর্ধনা। তৈরি করা ছিলো বিশাল মঞ্চ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাবু বীর বাহাদুর উশেসিং এমপি,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ সহ জেলা নেতৃবিন্দু। বীর বাহাদুর সড়ক পথেই আসবেন। তবে বান্দরবান চট্টগ্রাম সড়কের দোহাজারীতে প্রথমেই স্থানীয়রা বীর বাহাদুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগে অনেকে তোরণ তৈরি করে শুভেচ্ছা জানাবেন টানা ৭ বারের এই এমপি কেবিভিন্ন সামাজিক সংগঠন ও উপজেলা নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতারা, এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন আজিজ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি ,উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,লামা উপজেলা আওয়ামিলীগের সভাপতি বাথোয়াংচিং মার্মা ,সাধারণ সম্পাদক সেলিম রেজা ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন রানা, সহ ছাত্রলীগ, যুবলীগ, ও শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাএই নেতাকে বরণ করতে হাজার হাজার নেতা কর্মীদের উপচেপড়া ভীড়।