প্রেসক্লাব যশোরের নির্বাচন সম্পন্ন পুনরায় সভাপতি হলেন টুকুন ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৮ জুলাই , ২০২৪ ১৮:০৪ আপডেট: ২৮ জুলাই , ২০২৪ ১৮:০৪ পিএম
প্রেসক্লাব যশোরের নির্বাচন সম্পন্ন পুনরায় সভাপতি হলেন টুকুন ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান
সভাপতি পদে বিজয়ী জাহিদ হাসান টুকুন পয়েছেন ৬৩ ভোট। এ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল পান ২২ ভোট।সহসভাপতির দুটি পদের বিপরীতে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৬ ভোট পেয়ে ওহাবুজ্জামান ঝন্টু ও ৩৯ ভোট পেয়ে শেখ দিনু আহমেদ বিজয়ী হন। এ পদে অপর ২ প্রার্থী শেখ আব্দুল্লাহ হুসাইন ৩৫ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আলম পান ৩৪ ভোট।

উৎসবমুখর পরিবেশে শনিবার প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। পুনরায় সভাপতি হয়েছেন জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এস এম তৌহিদুর রহমান।

সভাপতি পদে বিজয়ী জাহিদ হাসান টুকুন পয়েছেন ৬৩ ভোট। এ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল পান ২২ ভোট।সহসভাপতির দুটি পদের বিপরীতে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৬ ভোট পেয়ে ওহাবুজ্জামান ঝন্টু ও ৩৯ ভোট পেয়ে শেখ দিনু আহমেদ বিজয়ী হন। এ পদে অপর ২ প্রার্থী শেখ আব্দুল্লাহ হুসাইন ৩৫ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আলম পান ৩৪ ভোট।

সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ৪৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার জয়ী হলেন। অপর প্রার্থী আহসান কবীর পয়েছেন ৩৮ ভোট। কোষাধ্যক্ষ পদে ৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাহিদ আহমেদ লিটন। অপর প্রার্থী হাবিবুর রহমান রিপন পেয়েছেন ৩৮ ভোট। দফতর সম্পাদক পদে আবদুল কাদের ৪৫ ভোট পেয়ে জয়লাভ করেন। এ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি তহীদ মনি পেয়েছেন ৩৭ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন দেওয়ান মোর্শেদ আলম। অপর প্রার্থী মনিরুজ্জামান মুনির পান ২৮ ভোট।এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন শহিদ জয় (৬১ ভোট),হাবিবুর রহমান মিলন (৫৫ ভোট), সফিক সায়ীদ (৫২ ভোট), সাইফুর রহমান সাইফ (৪৯ ভোট), শিকদার খালিদ (৪৬ ভোট) এবং আব্দুল ওয়াহাব মুকুল (৪৫ ভোট)। এছাড়া এহসান-উদ-দৌলা মিথুন (৪৪ ভোট) এবং মোকাদ্দেছুর রহমান রকি (৩৯ ভোট)। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

পরে ভোট গণনা করে ফল প্রকাশ করেন নির্বাচন কমিশন। এ নির্বাচনে ১৩ পদের বিপরীতে মোট ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৮৬ জনের সকলে ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, যুগ্ম সম্পাদক ২টি পদে এএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।অভিনন্দন প্রেস ক্লাব যশোরের নির্বাচনে সভাপতি জাহিদ হাসান টুকুন,সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক স্পন্দন পরিবার।বিবৃতিদাতারা হলেন, দৈনিক স্পন্দন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ আফিল উদ্দিন এমপি এবং নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু।


এই বিভাগের আরোও খবর

Logo