ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও যশোরে গত (২৬ মে) রবিবার থেকে ফ্লাইট বন্ধ রাখা হয়। তবে অনেকটাই স্বাভাবিক ছিল হযরত শাহজালালে ফ্লাইট ওঠানামা।
ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও যশোরে গত (২৬ মে) রবিবার থেকে ফ্লাইট বন্ধ রাখা হয়। তবে অনেকটাই স্বাভাবিক ছিল হযরত শাহজালালে ফ্লাইট ওঠানামা।
আবহাওয়া অফিস থেকে রোববার পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে জারি করা হয় ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত। সোমবার সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সংকেত কমিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস।
বৈরী আবহাওয়ার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের ৮টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে অবতরণ করতে না পারায় আগত ৪টি ফ্লাইট পাঠানো হয় সিলেটে।
আজ (২৭ মে) সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বিমানের ঢাকা থেকে চট্টগ্রাম রুটের বিজি-৬১৭ ও চট্টগ্রাম থেকে ঢাকা রুটের বিজি-৬১৮ নম্বর ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা থেকে সিলেটগামী ২, সিলেট থেকে ঢাকা রুটের ২টি, ঢাকা থেকে সৈয়দপুর রুটের একটি এবং সৈয়দপুর থেকে ঢাকার ১টি ফ্লাইট বাতিল হয়।