ইসরায়েলি হামলার প্রতিবাদে বিরামপুরে উদ্দীপ্ত জনতার বিক্ষোভ সমাবেশ

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল প্রকাশিত: ৮ এপ্রিল , ২০২৫ ১২:১৯ আপডেট: ৮ এপ্রিল , ২০২৫ ১২:১৯ পিএম
ইসরায়েলি হামলার প্রতিবাদে বিরামপুরে উদ্দীপ্ত জনতার বিক্ষোভ সমাবেশ
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর চলমান নৃশংস ও অমানবিক হামলার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর চলমান নৃশংস ও অমানবিক হামলার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানবতার পক্ষ নিয়ে দাঁড়ানো এই কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সোমবার বিকেলে ৩ টায় বিরামপুর পৌর শহরের কেন্দ্রস্থলে ঢাকা মোড়ে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে স্থানীয় যুবসমাজ, সামাজিক সংগঠন, ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে বক্তারা ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, পৃথিবীর কোনো সভ্য জাতি শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর এমন নির্মম হামলা চালাতে পারে না। ইসরায়েলের এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের জোরালো পদক্ষেপ প্রয়োজন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। তাঁরা বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই নির্যাতিত মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে। বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরোও খবর

Logo