দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক 'পূবালী ব্যাংক পিএলসি' গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সারাদেশের ন্যায়
দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক 'পূবালী ব্যাংক পিএলসি' গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলার গলাচিপা শাখায় ইসলামী ব্যাংকিং সেবা'র কার্যক্রম পরিচালনার জন্য ‘ইসলামিক কর্নার’ স্থাপন করা হয়েছে। এই কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। ১৩ জানুয়ারী, ২০২৫ সোমবার সকাল ১০.৩০ টায় পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখায় নান্দনিক ও গ্রাহকবান্ধব এই ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক গলাচিপা শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি'র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার গাজী হাসানুজ্জামান ও সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও পুবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখা'র পরিচালনা ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হোসাইন, ক্যাশ অফিসার মোহাম্মদ আরিফুর রহমান, প্রভাষক গোলাম রব্বানীসহ শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন বলেন, 'পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। সারাদেশের পূবালী ব্যাংকের শাখাগুলো 'পূবালী ইসলামী কর্ণার ' মাধ্যমে শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা কার্যক্রমের দ্বারা হালাল ব্যাংকিং সেবা প্রদান করছে। আপনাদরা যেমন পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবার উপর আস্থা রেখেছেন তেমনি এই সেবার উপর আস্থা রাখবেন। এই ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ আলাদা থাকবে যাতে সুদভিত্তিক ব্যাংকিং সেবার সাথে এটা মিশ্রিত না হয়। সমাজের সকল শ্রেণির মানুষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে এই সেবা গ্রহণ করতে পারবেন।