পূর্বধলায় সেনাবাহিনী কর্তূক শীত বস্ত্র বিতরণ ও মেডিকেল সহায়তা প্রধান

মোহাম্মদ সাগর আহমেদ প্রকাশিত: ৯ জানুয়ারী , ২০২৪ ১৪:৫৯ আপডেট: ৯ জানুয়ারী , ২০২৪ ১৪:৫৯ পিএম
পূর্বধলায় সেনাবাহিনী কর্তূক শীত বস্ত্র বিতরণ ও মেডিকেল সহায়তা প্রধান
অদ্য ০৯ জানুয়ারি ২০২৪ তারিখে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার অন্তর্গত খলিশাউড় ইউনিয়নে বোটেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর পক্ষ হতে প্রায় ৬০০ শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অদ্য ০৯ জানুয়ারি ২০২৪ তারিখে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার অন্তর্গত খলিশাউড় ইউনিয়নে বোটেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর পক্ষ হতে  প্রায় ৬০০ শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জিওসি ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়ার পক্ষে কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন, এসইউপি, এসপিপি, এএফডাব্লিউসি, পিএসসি এসব শীত বস্ত্র বিতরণ করেন।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর পাশাপাশি মেডিকেল সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল সহায়তা কার্যক্রমে পূর্বধলা উপজেলার  সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo