পিরোজপুরে ছাত্রদলের আয়োজনে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মার্চ , ২০২৫ ১২:০০ আপডেট: ১৩ মার্চ , ২০২৫ ১২:০০ পিএম
পিরোজপুরে ছাত্রদলের আয়োজনে ইফতার বিতরণ

পিরোজপুরে ছাত্রদলের আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে। অসহায় দুঃস্থ রোজাদার ব্যক্তিদের মাঝে এই ইফতার বিতরণ করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে এবং মুক্তি কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ইফতার বিতরণ করেছেন।  পিরোজপুর পুরানো রিক্সা স্টান্ডে বিকেলে ইফতার বিতরণ করা হয় ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মারজান সোহেল, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন সহ, ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীরা। পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন আমাদের অহংকার তারেক রহমানের নির্দেশে এই শহরে রিকশাচালক, দিনমজুর অসহায় ব্যক্তিরা যেন রমজানে না খেয়ে থাকে তাই আমাদের জেলা ছাত্রদলের  এ প্রচেষ্টা। মাসব্যাপী আমাদের এ কার্যক্রম চলমান থাকবে প্রতিদিন প্রায় শতাধিক অসহায় রোজাদার ব্যক্তিকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo