পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত-১, নিহত-৩

বিভাশ সরকার প্রকাশিত: ৫ জুন , ২০২৪ ০৯:২৯ আপডেট: ৫ জুন , ২০২৪ ০৯:২৯ এএম
পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত-১, নিহত-৩
প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল নামে এক ভ্যানচালক জানান, দ্রুত গতির মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটলে মূহুর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি মোঃ ওবায়দুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ দূর্ঘটনা-র স্থান পরিদর্শন করছেন।

খুলনার পাইকগাছায় শিববাটী ব্রীজের অপর প্রান্ত শ্মরনখালী মোড়ে (আলমতলা-কয়রা) সড়কে মুখোমুখি সংঘর্ষে দু’মোটরসাইল যাত্রী ও ভ্যান চালক নিহত ও এক কম্পিউটার শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে মোটরসাইকেল ও ভ্যনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ভ্যানচলক উপজেলার চাঁদখালী ইউপি’র শাহাপাড়ার আনছার গাজীর পুত্র ইসমাইল গাজী(৬২), নিহত দু’মোটরসাইকেল যাত্রী হচ্ছে পৌরসভার ৬ ওয়ার্ডের মাষ্টার আবিদুর রহমানের ছেলে রিয়াদ (২২) ও গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহাবুর গাইন (২৫)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুরোপুরি পরিচয় সনাক্তের চেষ্টা করছেন। আহত তৃষা আশাশুনির বড়দল গ্রামের আলালউদ্দীনের মেয়ে।

আহত তৃষার মা জানান, সকালে তার মেয়েসহ আরোও দু’জন মেয়ে শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষন নিতে বাড়ি থেকে রওনা হয়। দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্য দু’শিক্ষার্থী অক্ষত আছে।

প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল নামে এক ভ্যানচালক জানান, দ্রুত গতির মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটলে মূহুর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি মোঃ ওবায়দুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ দূর্ঘটনা-র স্থান পরিদর্শন করছেন।

এই বিভাগের আরোও খবর

Logo