চট্টগ্রাম থেকে নোয়াখালী আনার পথে ৬টি ওয়ান শ্যুটার গান,একটি একনলা বন্দুক ও দেশীয় রাইফেল উদ্ধার করেছে পুলিশ
চট্টগ্রাম থেকে নোয়াখালী আনার পথে ৬টি ওয়ান শ্যুটার গান,একটি একনলা বন্দুক ও দেশীয় রাইফেল উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ নোয়াখালী চাটখিল উপজেলা রামনারায়নপুর ইউনিয়নের জয়নাল আবেদীন এর ছেলে মনির হোসেন (৩৫ ) ও বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির (৪৫) কে আটক করেছে নোয়াখালী জেলা পুলিশ।
শনিবার বিকেলে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ত্রগুলো মহেশখালীতে তৈরি করা হয়। বিক্রির জন্য এগুলো নোয়াখালী আনা হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে একটি মাইক্রোবাস থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় মাইক্রোবাসটি আটক করে অস্ত্রগুলো উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দু'জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।