পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির দায়ে কাওসার (২৫) নামের এক ভ্রাম্যমান ঔষধ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২রা মার্চ) দুপুর ২টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক তাকে পৌর শহরের ফেরিঘাট এলাকা থেকে আটক করে এবং তার কাছে থেকে জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, ভ্রাম্যমান ঔষধ বিক্রেতা কাওসার অন্তত শতাধিক অনুমোদনহীন কোম্পানীর ঔষধ একটি অটোতে করে বিক্রির উদ্দেশ্যে ফেরি করছিলো। পরে পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের সহযোগিতায় তাকে আটক করে জরিমানা করা হয় এবং জব্দকৃত ঔষধগুলো পুড়িয়ে ফেলা হয়।