যশোর টাউন হল মাঠে বিসিক উদ্যোক্তা মেলা ও একুশে গ্রন্থমেলা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২ মার্চ , ২০২৪ ১২:০৯ আপডেট: ২ মার্চ , ২০২৪ ১২:০৯ পিএম
যশোর টাউন হল মাঠে বিসিক উদ্যোক্তা মেলা ও একুশে গ্রন্থমেলা
যশোর টাউন হল মাঠে শুক্রবার থেকে শুরু হয়েছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্ত মেলা ও একুশে গ্রন্থমেলা। বিসিক যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে মুন্সি মেহেরুল্লাহ মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

যশোর টাউন হল মাঠে শুক্রবার থেকে শুরু হয়েছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্ত মেলা ও একুশে গ্রন্থমেলা। বিসিক যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে মুন্সি মেহেরুল্লাহ মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। তিনি বলেন মেলার মাধ্যমে উদ্যোক্তাদের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি করা হয়। উদ্যোক্তাদের উচিত সততা ওনিষ্ঠা বজায় রেখে মেলায় পণ্য বিক্রয় করা উচিত। তাদের খেয়াল রাখতে হবে ক্রেতাদের  কাছে কোন পণ্যের চাহিদা বেশি থাকে। উদ্যোক্তা রায় প্রধানমন্ত্রীদের স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অ্যাপস বিল্লাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দারগনি খান পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিসিক যশোরের উপমাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন, নাসিবের সভাপতি সাকির আলী,  এম ইউ সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম শাহীন। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও কালেক্টর স্কুলের সহকারী শিক্ষক মিনারা খন্দকার।এর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। মেলায় থাকছে ৬৯ টা স্টল।

এই বিভাগের আরোও খবর

Logo