নোয়াখালীর বিজবাগ রাব্বানিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জনাব এ,টি,এম নুরুল ইসলাম সাহেবের বিদায় সংবর্ধনা

তানভীরুল ইসলাম প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:১৭ আপডেট: ১৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:১৭ এএম
নোয়াখালীর বিজবাগ রাব্বানিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জনাব এ,টি,এম নুরুল ইসলাম সাহেবের বিদায় সংবর্ধনা
আজ ১২ই ফেব্রুয়ারি নোয়াখালীর জেলার সেনবাগস্থ বিজবাগ রাব্বানিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জনাব এ,টি,এম নুরুল ইসলাম সাহেবের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ই ফেব্রুয়ারি  নোয়াখালীর জেলার সেনবাগস্থ বিজবাগ রাব্বানিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জনাব এ,টি,এম নুরুল ইসলাম সাহেবের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার গভর্নিং বডির সভাপতি জনাব মাইন উদ্দিন (কোম্পানী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৮ নং বিজবাগ ইউনিয়ন আওয়ামিলীগের সেক্রেটারী জনাব ইয়াকুব মামুনসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা।জনাব আবদুর রহমান ও জনাব নজরুল ইসলামের যৌথ উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার অধ্যক্ষ জনাব মো: মোস্তফা জামান।সহকারী অধ্যাপক মাওলানা এ,টি,এম নুরুল ইসলাম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ০৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের সুবর্ণ সন্তান।

দীর্ঘ ৪০ বছর অত্র মাদরাসায় সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন।  মাদরাসার উদ্যোগে  আজ ১২ই ফেব্রুয়ারী ২০২৪ তারিখ মাদরাসার মাঠে জনাব এটিএম নুরুল ইসলাম সাহেবের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জনাব এটিএম নুরুল ইসলাম সাহেব একজন পরিশ্রমী ও মেধাবী শিক্ষক ছিলেন। মাদরাসার উন্নয়নে, শিক্ষার উন্নয়নের অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে গিয়েছেন। 

বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ বলেন মাওলানা নুরুল ইসলাম সাহেবের সাথে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। উনার কর্মদক্ষতায় আমার মাদরাসার অনেক কঠিন কাজ সহজ হয়ে যেতো। উনি সেনবাগে শিক্ষার আলো জ্বালিয়েছেন। এইছাড়াও অনুষ্ঠানে অন্যান্যরা বক্তব্যে মাওলানা নুরুল ইসলাম সাহেবের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন।। 
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম সাহেবের হাতে গভর্নিং বডি,মাদরাসার শিক্ষক,সাবেক ছাত্র ফোরামের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী হাতে তুলে দেয়া হয়।

এই বিভাগের আরোও খবর

Logo