তানোরে দরিদ্র অসহায় মানুষের পাশে মানবতার ডাক্তার মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬ এপ্রিল , ২০২৫ ১১:২৯ আপডেট: ৬ এপ্রিল , ২০২৫ ১১:২৯ এএম
তানোরে দরিদ্র অসহায় মানুষের পাশে মানবতার ডাক্তার মিজানুর রহমান
রাজশাহী জেলার তানোর উপজেলার আমশো মেডিকেল মোড়ে অবস্থিত ‘কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এ সেবা দিয়ে যাচ্ছেন জনপ্রিয় ও সুপরিচিত চিকিৎসক ডা. মিজানুর রহমান

রাজশাহী জেলার তানোর উপজেলার আমশো মেডিকেল মোড়ে অবস্থিত ‘কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এ সেবা দিয়ে যাচ্ছেন জনপ্রিয় ও সুপরিচিত চিকিৎসক ডা. মিজানুর রহমান। তিনি ঢাকা পিজি হাসপাতালে কর্মরত আছেন  এই চিকিৎসক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তানোরের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে। ডা. মিজানুর রহমান সপ্তাহে দুইদিন—বৃহস্পতিবার ও শুক্রবার—নিজস্ব চেম্বারে রোগী দেখেন। তিনি মূলত হাড়জোড়া, বাত ব্যথা, কোমর ও হাঁটু ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা, এবং মেরুদণ্ড সংক্রান্ত রোগে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করে থাকেন।
তানোর এলাকার শত শত রোগী স্বল্প খরচে কিংবা বিনা খরচে তার কাছ থেকে উন্নত চিকিৎসা গ্রহণ করছেন। স্থানীয়দের মতে, তিনি শুধু একজন চিকিৎসক নন, বরং একজন প্রকৃত মানবসেবক। সম্প্রতি তার রোগী দেখা ও পরামর্শ দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ভিডিওতে ধারণ করা হয়েছে, যা এই এলাকার মানুষের জন্য এক অনুপ্রেরণার বার্তা হিসেবে কাজ করছে। ডা. মিজানুর রহমান বলেন, “আমি চেষ্টা করছি গ্রামের সাধারণ মানুষকে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা দিতে। আমার ইচ্ছা যতটুকু সম্ভব এই অঞ্চলের মানুষের পাশে থাকা।” তানোরবাসী তার এই সেবামূলক কর্মকাণ্ডে অভিভূত এবং তাকে দীর্ঘদিন ধরে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo