কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কোহিনূর আলম প্রকাশিত: ৩০ ডিসেম্বর , ২০২৪ ১৮:৪৭ আপডেট: ৩০ ডিসেম্বর , ২০২৪ ১৮:৪৭ পিএম
কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে ।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৩০ ডিসেম্বর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মোঃ নাঈম হাসান, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান , কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওছার, সরকারি -বেসরকারি  বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন । সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন ।


এই বিভাগের আরোও খবর

Logo