নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান, এক ব্যবসায়ীকে ৮০০০ হাজার টাকা জরিমানা

তানভীরুল ইসলাম প্রকাশিত: ১২ ডিসেম্বর , ২০২৩ ১৭:০২ আপডেট: ১২ ডিসেম্বর , ২০২৩ ১৭:০২ পিএম
নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান, এক ব্যবসায়ীকে ৮০০০ হাজার টাকা জরিমানা
দেশে হঠাৎ পেয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এমন খবরে অতিউৎসাহী হয়ে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করে আসছে।

নোয়াখালীর মাইজদীতে আজ দুপুর ৩ টার সময় জেলা নির্বাহী মাজিস্ট্রেট জনাব আহসান হাফিজের নেতৃত্বে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। এসময় তিনি মুদি দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন। 

মাইজদী পৌরবাজারের এম আর বাণিজ্যালয়কে আট হাজার টাকা নগদ অর্থদণ্ড করা হয়।  ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অভিযোগ পাওয়া গেছে বলে জানা যায়।  ব্যাবসায়ীর সাথে কথা বলে জানা যায় এইগুলো তার বেশী দামে ক্রয় করা ছিলো।  ক্রয়ের যথাযথ প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় তার বিরুদ্ধে এই অর্থদণ্ড করা হয়েছে বলে জানান।

দেশে হঠাৎ পেয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এমন খবরে অতিউৎসাহী হয়ে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করে আসছে।

এইভাবে কাচাঁ বাজারের নিয়মিত অভিযান পরিচালনা করলে জনসাধারণের জন্য ভালো হয় বলে বাজারে আসা ক্রেতারা জানায়।

এই বিভাগের আরোও খবর

Logo