ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদের উপর হামলার প্রতিবাদে নাসিরনগর উপজেলা শিক্ষক সমিতি এক মানববন্ধনের আয়োজন করেন।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদের উপর হামলার প্রতিবাদে নাসিরনগর উপজেলা শিক্ষক সমিতি এক মানববন্ধনের আয়োজন করেন।স্থানীয় সূত্রে জানা যায় গত ১৪/১১/২০২৪রোজ বৃহস্পতিবার মোঃ শাহাবুদ্দিন আহাম্মদ (দানু মাস্টার) নিজ গ্রাম গুনিয়াউক থেকে মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করার জন্য নাসিরনগর উদ্দেশ্যে আসলে নিশ্চিন্তপুর নামক স্থানে তার উপর ছয় সাত জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা হলেন মোহাম্মদ জালাল উদ্দিন গেদু, আব্দুল আহাদ, তোফাজ্জল মিয়া, ও মোহাম্মদ হানিফ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন। সর্বসাং গুনিয়াউক। হামলাকারীদের হাতের দাঁড়ালো অস্ত্রের আঘাতে শাহাবুদ্দিনের মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তার্ত ও জখম হয়। আহত অবস্থায় শাহাবুদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। এঅবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্ব রত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এঘটনায় আহতের ভাই নাসিনগর থানায় ১৬/১১/২০২৪ রোজ শনিবার একটি মামলা দায়ের করেন।ঘটনায় প্রতিবাদের অংশ হিসেবে আজ রোজ মঙ্গলবার উপজেলা শিক্ষক সমিতি বিকাল ৪ঃ৩০ মিনিটে এক মানববন্ধনের আয়োজন করেন।উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনিসুর রহমান, মোঃ সৈয়দ মিয়া, আকবর হোসেন, লিটন দেবনাথ, শিক্তা রানি রায় ফয়সাল আহাম্মেদ ভূঁইয়া।সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হুদা বলেন এ হামলা শুধু আহতের উপর নয় এ হামলা সমগ্র শিক্ষকদের ওপর।