নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রতিযোগিতা

মোহাম্মদ সাগর আহমেদ প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী , ২০২৪ ১১:১৮ আপডেট: ১৮ ফেব্রুয়ারী , ২০২৪ ১১:১৮ এএম
নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রতিযোগিতা
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান'র সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক প্রমুখ ।জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে উপজেলার ৫৪টি স্কুল ও ৫৪ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
এতে দৌড়, লাফ, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্যসহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকল বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

এই বিভাগের আরোও খবর

Logo