নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

সবুজ সরকার প্রকাশিত: ৩০ এপ্রিল , ২০২৪ ১১:০৪ আপডেট: ৩০ এপ্রিল , ২০২৪ ১১:০৪ এএম
নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৪নং নিয়ামতপুর (সদর) ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(৩০ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৪নং নিয়ামতপুর (সদর) ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(৩০ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।

উম্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব রাজু আহম্মেদ। এতে বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৯ হাজার ৮২২ টাকা, বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯৭ লক্ষ ৩৩ হাজার ৫৩২ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লক্ষ ৬ হাজার ২৯০ টাকা। 

এ সময় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন, সদস্য আব্দুল মান্নান , আতাউর রহমান, ছালেকুর রহমান বাদশা, ইশ্বর টপ্প্য, সদস্যা পারুল আক্তার, গ্রামপুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরোও খবর

Logo