মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা জামায়াত কর্মী সম্মেলনের প্রস্তুতি

কাজী সামছুজ্জামান প্রকাশিত: ৪ ডিসেম্বর , ২০২৪ ১৫:২৯ আপডেট: ৪ ডিসেম্বর , ২০২৪ ১৫:২৯ পিএম
মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা জামায়াত কর্মী সম্মেলনের প্রস্তুতি
মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা জামায়াত কর্মী সম্মেলনের প্রস্তুতি

মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা জামায়াত কর্মী সম্মেলনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শহরে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোমবার (২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুসজ্জিত প্যান্ডেল তৈরীর লক্ষ্যে জেলা নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেন এসময় মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য তাওহিদ হাসান রুমি, আব্দুল মজিদ, মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে সম্মেলনের প্রস্তুতির লক্ষ্যে জামাতের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ব্যাপক প্রস্তুতি বৈঠক চলছে। জেলা জুঁড়ে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। জামায়াত নেতৃবৃন্দ আশা করছেন দীর্ঘ ১৭ বছর পর আমীরে জামায়াতের উপস্থিতিতে বিজয়ের মাসে আগামী ২১ ডিসেম্বর উন্মুক্ত ময়দানে মুক্ত পরিবেশে নারায়ে তাকবীরের স্লোগানে মুখরিত হবে পুরো জেলা।

এই বিভাগের আরোও খবর

Logo