নান্দাইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় নান্দাইল উপজেলায় জন্ম ও মৃত্যুর নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন করার জন্য পৌর সভা ও ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করার জন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। সভায় আলোচনায় অংশ গ্রহন করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল হাসেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার দিবাকর ভাট, প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেচ্ছা, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়া, আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। পরে নান্দাইল উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়। মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় উক্ত সভায় ২০জন ইমামকে জেলা সদরে বাচাই পর্বে অংশ গ্রহন করার জন্য নির্বাচন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, নান্দাইল উপজেলায় এখন পর্যন্ত জাতীয় ভাবে ৪৫দিনের প্রশিক্ষণ প্রাপ্ত ১০০ ইমাম রয়েছেন। সভা থেকে নান্দাইল উপজেলায় ইমাম প্রশিক্ষণ আরও বাড়ানোর জন্য দাবী জানানো হয়। সভায় আচারগাঁও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, ইংরেজি শিক্ষক সাঈদ আহম্মেদ সহ প্রশিক্ষন প্রাপ্ত কয়েকজন বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল তাঁর বক্তব্যে বলেন, ইমামদের মাদক, বাল্য বিবাহ সহ জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহবান জানান।