সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত ও নবজাতকদের জন্য উন্নততর সেবার প্রতিশ্রুতি নিয়ে নাগরিক হাসপাতাল চট্টগ্রাম তার নতুন সংযোজন Neonatal Intensive Care Unit (NICU)-এর শুভ উদ্বোধন সম্পন্ন করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১ জুলাই, মঙ্গলবার, সকাল ১১টায়, হাসপাতালের চট্টগ্রামের অক্সিজেন মোড়স্থ শাখায়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অংশগ্রহণে ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন যিনি তার বক্তব্যে NICU ইউনিটের প্রয়োজনীয়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নবজাতকদের জন্য এটি কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা তুলে ধরেন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এনামুল ইসলাম, হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা, চিকিৎসকবৃন্দ ও নার্সিং স্টাফগণও উপস্থিত ছিলেন।নাগরিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে জানান,“নবজাতকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। NICU ইউনিটটি সর্বাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দিয়ে সজ্জিত, যা নবজাতক রোগীদের সুচিকিৎসায় নতুন মাত্রা যোগ করবে।” NICU ইউনিটে উন্নতমানের ইনকিউবেটর, ভেন্টিলেটর, ফোটোথেরাপি ইউনিট, মাল্টিপারামিটার মনিটরসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সিং টিম এই ইউনিটে নিয়োজিত থাকবে।এটি চট্টগ্রামবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।