নান্দাইলে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফরিদ মিয়া প্রকাশিত: ২৩ জুলাই , ২০২৫ ১৫:৩৯ আপডেট: ২৩ জুলাই , ২০২৫ ১৫:৩৯ পিএম
নান্দাইলে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

‎ময়মনসিংহ  নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. রফিক উদ্দিনের ছেলে নিরীহ যুবক ইয়াসিন আরাফাত সাগরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও জেল হাজতে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎২৩ জুলাই ২০২৫ ইং, বুধবার বেলা ১২টায় বাহাদুরপুর আমতলা এলাকায় ইয়াসিন আরাফাত সাগরের পরিবারের সদস্য ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎ স্বপন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাসেল মিয়া, সাবেক আনসার কর্মকর্তা জসীম উদ্দীন, কাজল সরকার ও আনোয়ারুল জুয়েল। 
‎‎বক্তারা বলেন, “ইয়াসিন আরাফাত সাগরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন নিরপরাধ যুবকের জীবন ধ্বংসের অপচেষ্টা কখনোই মেনে নেওয়া যাবে না।”
‎তারা আরও বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইয়াসিন আরাফাত সাগরের মুক্তি নিশ্চিত করতে হবে এবং যারা ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
‎‎মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo