ভাইস চেয়ারম্যান মামুন ও রাবেয়া কেশবপুর উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান নির্বাচিত

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৯ মে , ২০২৪ ১০:২৪ আপডেট: ৯ মে , ২০২৪ ১০:২৪ এএম
ভাইস চেয়ারম্যান মামুন ও রাবেয়া কেশবপুর উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান নির্বাচিত
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী মফিজুর রহমান বিজয়ী হয়েছেন। ১৮ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আব্দুল্লাহ আল মামুন ৩২ হাজার ৪৩৪ ও মহিলা ভাইস চেয়ারম্যানে ফুটবল প্রতীকের রাবেয়া ইকবাল ৩৭ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বুধবার ভোট শেষে গণনার পর বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।

 কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী মফিজুর রহমান বিজয়ী হয়েছেন। ১৮ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আব্দুল্লাহ আল মামুন ৩২ হাজার ৪৩৪ ও মহিলা ভাইস চেয়ারম্যানে ফুটবল প্রতীকের রাবেয়া ইকবাল ৩৭ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বুধবার ভোট শেষে গণনার পর বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।

নির্বাচনে মফিজুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বি শালিক প্রতীকের প্রার্থী নাসিমা আকতার সাদেক পেয়েছেন ১৪ হাজার ১৬ ভোট। দোয়াত-কলম প্রতীকের আব্দুল্লাহ-নূর-আল আহসান বাচ্চু ১৩ হাজার ৯২৯, হেলিকপ্টার প্রতীকের কাজী মুজাহীদুল ইসলাম পান্না ১০ হাজার ৯৪৮, জোড়া ফুল প্রতীকের ওবায়দুর রহমান ২ হাজার ১১৫, মোটরসাইকেল প্রতীকের এস এম মাহবুবুর রহমান ১৭৬৩ ও আনারস প্রতীকের ইমদাদুল হক পেয়েছেন ৬৯৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মামুনের নিকটতম প্রতিদ্বন্দ্বি উড়োজাহাজ প্রতীকের পলাশ কুমার মল্লিক পেয়েছেন ১৩ হাজার ৪৯১, মাইক প্রতীকের আব্দুল লতিফ রানা ৬ হাজার ৪৪৩, চশমা প্রতীকের সুমন সাহা ৬ হাজার ১৯০ ও টিউবওয়েল প্রতীকের মনিরুল ইসলাম ৩ হাজার ১০৭ ভোট। এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইকবালের একমাত্র প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকের মনিরা খানম পেয়েছেন ২৪ হাজার ১৫৭ ভোট।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। বেড়েছিল।সকাল ৯টা ৩৫ মিনিটে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে দেখ যায়, ভোটার উপস্থিতি খুবই কম। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টায় ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৪৯৪।

প্রিজাইডিং অফিসাররা জানান, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১২টা পর্যন্ত ২৪৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৭৪ জন। কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২১০ ভোটার ভোট দেন। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ৮৭ জন। মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ওই কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ১৪২ জন। নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৩৮০ জন ভোটার ভোট দেন। ওই কেন্দ্রে দুই হাজার ২৪৮ জন ভোটার।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo